শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি’র উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আলিজা বিনতে আশরাফ,স্টাফ রিপোর্টার: অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ‍্যোগ‍ে আজ ১৭ই আগস্ট’২৪ নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ২০২৩ শিক্ষাবর্ষে আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’২৪ অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ ও সমাজসেবক মোহাম্মদ মামুন খান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী হাসপাতাল টাঙ্গাইলের ডিরেক্টর ব্যারিস্টার হাসনাত জামিল

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নাগরপুর সহ সমগ্র বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুল অত্যন্ত জোড়ালো ভূমিকা পালন করছে। পাশাপাশি শিশুর মেধাবিকাশে বিনোদন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উৎসাহ প্রদান করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া আগামীতে আরও জোড়ালোভাবে কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সকলকে আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও উপস্থিত সম্মানিত অতিথিদেরকেও সম্মাননা স্মারকের মাধ্যমে সম্মান জানানো হয়।

উক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহ্ আলম মিয়া, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আহসান উদ্দিন, মো: নূর হোসেন মিয়া, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান, নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিতাব আলী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সহ-সভাপতি যদুনাথ কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফিনা আক্তার (মিতু), সহ-সাধারণ সম্পাদক উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক শরিফুল মোল্লা মানিক, কোষাধ‍্যক্ষ লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মো: আজিম হোসেন এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সমিতির সদস‍্যভুক্ত প্রত্যেকটি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সহ সকল মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

 



Our Like Page