কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে সরকারি কলেজ প্রাঙ্গনে মডেল মসজিদ নির্মাণের দাবীতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জুলাই’২৫ রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে নাগরপুর বাজারের ব্যবসায়ী ও তৌহিদী জনতা গণজমায়েতের আয়োজন করে।
উক্ত গণজমায়াতে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো, রফিকুল ইসলাম রফিক, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, কোষাধ্যক্ষ রাজীব আহমেদ, সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান, নাগরপুর বাজারের ব্যবসায়ী সায়েদ আলী স্বাধীন, আব্দুর রৌফ, মনসুর মিয়া, লুৎফর রহমান সহ শত শত ধর্মপ্রাণ মুসল্লী ।
মানবন্ধনে বক্তরা বলেন- নাগরপুরের প্রাণকেন্দ্র হলো সরকারি কলেজ। সরকারি কলেজের আশেপাশে রয়েছে আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও নাগরপুরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সরকারি কলেজের কাছাকাছি অবস্থিত। এমনকি সরকারি কলেজের খুব কাছাকাছি রয়েছে নাগরপুর সিএনজি স্ট্যান্ড।
তাই সরকারি কলেজ প্রাঙ্গনে মডেল মসজিদ নির্মিত হলে দূরদূরান্ত এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা মডেল মসজিদে নামাজ আদায় করতে পারবেন।
কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কতিপয় কিছু অসাধু ব্যক্তির চক্রান্তে নিজেদের প্রভাব ধরে রাখতে চাওয়ার কারণে মডেল মসজিদের নির্মাণের স্থান নিয়ে নানা নাটকীয়তার কারণে নাগরপুরে এতদিনেও মডেল মসজিদটি নির্মিত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন যেহেতু নাগরপুরের মডেল মসজিদটি নির্মাণের ক্ষেত্রে আলো দেখতে চাচ্ছে সেক্ষেত্রে নাগরপুরের ৯৯% সাধারণ জনগন সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে একমত।
তাই অতি দ্রুত সকল আইনি প্রক্রিয়া ও জটিলতা শেষ করে সরকারি কলেজ প্রাঙ্গনেই নাগরপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা সকলে জোর দাবি জানাচ্ছি।