আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে বিশাল মানববন্ধন – Channel One BD
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ঢাকা উত্তরা পশ্চিম থানা জাসাসের কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন লক্ষীপুর জেলা যুবদলের নতুন কমিটির ঘোষণা করায় রায়পুরে যুবদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে লন্ডনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা বাংলাদেশী পন্যের ৩৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুলেল শু‌ভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দুই দলীয় ব্যবস্থা থেকে কি মুক্তি চান? আমাদের কি আমেরিকা পার্টি গড়ে তোলা দরকার? জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আগামী প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির টাংগাইলের নাগরপুরে সরকারি কলেজে মডেল মসজিদ নির্মাণের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত বরগুনায় গভীর রাতে বাড়িতে হামলা গৃহবধূকে জখম, থানায় মামলা

আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে বিশাল মানববন্ধন

মো: আফলাক আহমেদ,আজমিরীগঞ্জ (হবিগঞ্জ):

বাংলাদেশ প্রেস ক্লাব আজমেরিগঞ্জ শাখার উদ্যোগে আজ সোমবার উপজেলার সামনে আয়োজিত হয় এক বিশাল মানববন্ধন। মানববন্ধনের মূল দাবি ছিল—আজমিরীগঞ্জ পৌরসভার লাল মিয়া বাজার থেকে বিরাট শিবপাশার রাস্তার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার ও উন্নয়ন।

স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির পৌরসভার পৌর সেক্রেটারি -মোহাম্মদ কুতুব উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক- খালেদুল রশিদ ঝলক,আজমিরীগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সরশ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক -ভিপি ফখরুল ইসলাম, পৌর যুব দলের আহ্বায়ক দিলওয়ার হোসেন দিলু, ওলামা পরিষদের সভাপতি – তারিফ বিন সামস , আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি শরিফ উদ্দিন পেশুয়ার,সেক্রেটারি মুজিবুল ইসলাম সহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনরা।
বক্তারা বলেন, উপজেলার প্রধান সড়ক লাল মিয়া বাজার থেকে বিরাট পর্যন্ত দীর্ঘদিন যাবত ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ জনগণ।বিশেষ করে কোন রোগীকে নিয়ে গেলে রোগীর অবস্থা আরো আশঙ্কা জনক হয়ে যায়। এছাড়াও উপজেলার বিএনপির স্থানীয় নেতারা রাস্তায় মেরামতের জন্য যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে ও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখার সভাপতি মো -শিবলুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ আমরা বাধ্য হয়েছি রাস্তায় দাঁড়াতে।”
বাংলাদেশ প্রেস ক্লাবের আজমিরিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান মাসুদ বলেন, উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে সর্বস্তরের জনগণ আসা যাওয়া করে, জেলা ও বিভাগ থেকে বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ মানুষ আসা যাওয়া করে, তাদের নজরে কি পড়ে না? জনগণের কথা চিন্তা না করা হলেও রোগীদের কথা বিবেচনা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন, তা না হলে কঠিন আন্দোলন করা হবে।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন , সাংগঠনিক সম্পাদক মো আফলাক আহমেদ , অর্থ সম্পাদক মো জুবায়ের হোসেন,বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য রামকৃষ্ণ তালুকদার ।
বক্তরার একটাই দাবি অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু না হলে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত এই দাবি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারে।



Our Like Page