বরগুনায় মোবাইল কোর্ট, ভূয়া ডাক্তার আটক ও জরিমানা – Channel One BD
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ঢাকা উত্তরা পশ্চিম থানা জাসাসের কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন লক্ষীপুর জেলা যুবদলের নতুন কমিটির ঘোষণা করায় রায়পুরে যুবদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে লন্ডনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা বাংলাদেশী পন্যের ৩৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুলেল শু‌ভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দুই দলীয় ব্যবস্থা থেকে কি মুক্তি চান? আমাদের কি আমেরিকা পার্টি গড়ে তোলা দরকার? জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আগামী প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির টাংগাইলের নাগরপুরে সরকারি কলেজে মডেল মসজিদ নির্মাণের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত বরগুনায় গভীর রাতে বাড়িতে হামলা গৃহবধূকে জখম, থানায় মামলা

বরগুনায় মোবাইল কোর্ট, ভূয়া ডাক্তার আটক ও জরিমানা

মেজবাহ মাসুম, বরিশাল বিভাগীয় প্রতিনিধি:

গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বরগুনা শের-ই-বাংলা সড়কে অভিযান চালিয়ে ৭ জন ভুয়া ডাক্তার ও অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করার অভিযোগে ৭ জন ভুয়া ডাক্তার আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভুয়া ডাক্তার ও অতিরিক্ত ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এই ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়াতউল্লাহ।

আটককৃতরা হলেন বিধান রঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, ইদ্রিসুল আলম, জহিরুল ইসলাম সৌরভ, মোয়াজ্জেম হোসেন লাবু, সিদ্ধার্থ বড়াল, ও এনায়েত হোসেন।আটককৃতদের প্রথমে বরগুনা সদর থানায় আনা হয়। পরবর্তীতে আটককৃত ৭ জন ভুয়া ডাক্তারকে বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সার্টিফিকেট পর্যালোচনার জন্য আনা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহ ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামের মাধ্যমে সার্টিফিকেট যাচাই বাছাই করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বিধান রঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, ইদ্রিসুল আলমকে ১ এক লাখ টাকা করে জরিমানা করেন এবং তারা ডাক্তারি করবে না মর্মে অঙ্গিকার করেন।আটককৃত জহিরুল ইসলাম সৌরভের সার্টিফিকেট দেখাতে না পারায় তাকে কোর্টের মাধ্যমে সত্যতা প্রমানের জন্য নিদের্শ প্রদান করেন। মোয়াজ্জেম হোসেন লাবু, সিদ্ধার্থ বড়াল ও এনায়েত হোসেনের সার্টিফিকেট যাচাই করে সত্যতা পায় এবং অতিরিক্ত ডিগ্রি ব্যবহার না করার জন্য নিদের্শ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন বলেন, এস,এম শরিয়াত উল্লাহর নেতৃত্বে ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭জন ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই বাছাই করে ৩জনকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এই ভুয়া ডাক্তারগণ দীর্ঘদিন যাবৎ বগুনায় চিকিৎসার নামে রোগীদের নিকট হতে অবৈধভাবে ব্যবসা করে আসছিল।



Our Like Page