শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক পদোন্নতি পেয়ে অধ্যাপক

কাজী মোস্তফা রুমি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ৪ জন শিক্ষক।

সেইসঙ্গে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন বিভাগের আরও ৯ জন শিক্ষক। এছাড়া তিন বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ২৩৭তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ড. কানিজ মরিয়ম আক্তার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. কে. এম. কাদেরী কিবরিয়া, অর্থনীতি বিভাগের ড. মো. নাজমুস সাদেকীন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মেহেদী হাসান তালুকদার।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হয়েছে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শ্যামলী আক্তার, নারগিছ আক্তার ও মো. জাহাঙ্গীর আলম এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. আশরাফুল আলম ও উম্মে হাবিবা।

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হয়েছেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মো. সজীব আল রেজা, মো. আব্দুল আলিম, মো. ইস্রাফীল ও ইলিয়াস উদ্দিন।

এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগে তিনজনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের সকলেই মাভাবিপ্রবির শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিভাগেরই ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান।

সেইসঙ্গে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল হালিম এবং ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা আক্তার।



Our Like Page