শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

জন্মাষ্টমী উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বণার্ঢ্য র‍্যালী ও আলোচনা

মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার

বটিয়াঘাটা উপজেলা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও
জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা, বটিয়াঘাটা উপজেলা ও পূজা উদযাপন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ’র আবির্ভাব তিথি উপলক্ষ্যে সনাতনী সম্প্রদায় প্রভাবিত বটিয়াঘাটা উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে সাথে উদযাপিত হয়েছে। সকাল হতে না হতেই সার্ব্বজনীন ও ব্যক্তিগত মন্দিরে ভোগ নিবেদন সহকারে পৃথক পৃথক ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করে। এ সময় গোটা উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ উলুধ্বনিতে থর কম্পন হয়ে ওঠে অশুভ শক্তি । পৃথক পৃথক শোভাযাত্রায় অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়াম্যানের প্রেস সচিব, সাহিত্যিক ও কলামিষ্ট সুনীল শুভ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান বিধান রায়, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, আ’লীগ নেতা রাজকুমার রায়, গোবিন্দ মল্লিক,প্রাণ গোপাল বৈরাগী, এ্যাডভোকেট রমেশ মল্লিক, গৌর পদ মল্লিক, তুলসী দাস মালাকার,নিবেশ গোলদার, সুবীর মল্লিক, অরবিন্দু মহলদার, বিজয় টিকাদার, কুমারেশ গাইন, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, শিক্ষক দেবাশীষ বিশ্বাস,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধীমান মন্ডল, ভাঃ ইউপি চেয়াম্যান বিবেক বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, ভাঃ প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, অবঃ অধ্যাঃ বিজয় কৃষ্ণ রায়, অধ্যাঃ কুমারেশ সরকার, অধ্যাঃ পঞ্চানন মন্ডল, অধ্যাঃ সুরঞ্জন সানা, অধ্যাপক অনুপম টিকাদার, অধ্যাপক দিপংকর টিকাদার, সবুজ মিস্ত্রী,সরকারী চাকুরীজীবি বিধান চন্দ্র ষোঘ, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক দিগন্ত মল্লিক, ইউপি সদস্য মোঃ ওবায়দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা বিদ্যাধর রায়, অবঃ সেনা কর্মকর্ত প্রশান্ত রায়, পূঁজা উদযাপন পরিষদ নেতা শ্রীকুমার রায়, প্রভাষক রঞ্জন বিশ্বাস, জাপা নেতা অশিম মল্লিক, সহকারী শিক্ষক সঞ্জয় মন্ডল, ডাঃ প্রবীর বিশ্বাস বিশ্বাস, আ’লীগনেতা অলোক মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে বিধান মল্লিক, সুখদেব সাহা, দ্বিগবিজয় মন্ডল, উজ্জ্বল দত্ত, কুটিশ্বর সাহা, অতুল সাহা, গৌরাঙ্গ সাহা, দুলাল বালা, দেবপ্রসাদ গোলদার, রঞ্জন মিস্ত্রি, তাপস বালা, অপর্না বিশ্বাস, রাজীব গোলদার, মুকুল দত্ত, জাপা নেতা মোহাম্মদ আলী, প্রীতিশ মিস্ত্রি, অরিত্র ঘোষ, প্রজ্ঞা মন্ডল, শ্রীজা ঘোষ, সেঁজুতি দত্ত, তমা সূত্রধর, অমৃতা মন্ডল, সোমা দত্ত, রাহুল দত্ত, হৃদিমান দত্ত, অঞ্জন দত্ত, স্বপন দত্ত, ধৈর্য্য মন্ডল, সূর্য মন্ডল প্রমূখ। শোভাযাত্রা শেষে গভীর রাত পর্যন্ত প্রসাদ ও ভাগবত পাঠ এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রায় আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির’র নেতৃত্বে এক দল পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ ।



Our Like Page