শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলের নাগরপুরে ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত প্রতিবাদী র‍্যালীতে সরব উপস্থিতিতে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা’২৫ শুরু দেশব্যাপী শুরু হলো এসএসসি পরীক্ষা’২৫ আজমিরীগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে সংঘবদ্ধ হামলা: আহত ২, ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা ইসরাইলি পণ্য বর্জনে একাত্মতা: মানবতার পক্ষে দৃঢ় অবস্থান এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জননেতা মীর আবুল কালাম আজাদ রতন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ মাইনুল আলম খান কনক’র শুভেচ্ছা ও অভিনন্দন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ আতিকুর রহমান আতিক’র শুভেচ্ছা ও অভিনন্দন ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা 

সিলেটের প্রবাসী যাত্রীদের বিলম্বে আসা লাগেজ বাড়ি পৌঁছে দিবে বিমান

চ্যানেল ওয়ান নিউজ ডেস্ক:

বিমানের কানেক্টিং ফ্লাইটে আসা প্রবাসী যাত্রীদের যেসব লাগেজ ঢাকায় আটকাপড়ে সেগুলো নিজ খরচে বাড়ি পৌঁছে দিবে বিমান। তবে,কেবল সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের এ সুবিধা দেওয়া হবে এবং এ ক্ষেত্রে যাত্রীরা ঢাকায় থাকাবস্থায় বিমান কর্তৃপক্ষকে নিজেদের চাহিদার কথা অবহিত করতে হবে।

বুধবার (২৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানির সময় এ তথ্য জানানো হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক মো.হাফিজ আহমেদের সভাপতিত্বে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সেমিনার হলে শুনানীতে বিমানবন্দরে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,গণমাধ্যমকর্মী ও বিমানের যাত্রীরা অংশ নেন।

শুনানিতে মিজান মিয়া নামের এক সৌদিপ্রবাসী যাত্রী অভিযোগ করেন,প্রবাস থেকে দেশে ফেরার পথে সিলেটে পৌঁছে জানতে পারেন তাদের লাগেজ আসেনি। এ নিয়ে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয় যা একেবারে কাম্য নয়। তিনি এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

জবাবে পরিবহন সংস্থার প্রতিনিধিরা জানান,ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইটের উড়োজাহাজ আকারে ছোট থাকায় যাত্রীদের সব লাগেজ একসাথে পরিবহন করা সম্ভব হয় না। এ কারণে কিছু যাত্রীর লাগেজ পরবর্তী ফ্লাইটে পৌঁছায়। সিলেটে পৌঁছালে যাত্রীদেরকে ক্ষুদে বার্তায় কিংবা টেলিফোনে লাগেজ সংগ্রহ করতে বলা হয়। তবে,যে সব যাত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দা তারা চাইলে লাগেজ তাদের বাসায় পৌঁছে দিবে বিমান।

যাত্রীদের অভিযোগ বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ এয়ারলাইন্সগুলোর উদ্দেশে বলেন,যাদের লাগেজ একই বিমানে সিলেটে পৌঁছাবে না তাদেরকে ঢাকা থেকে বিমান ছাড়ার আগেই সুনির্দিষ্ট করে জানিয়ে দিতে হবে। এতে যাত্রীরা সিলেট বিমানবন্দরে পৌঁছে অপেক্ষা করবে না বা খুঁজতে গিয়ে ভোগান্তিতে পড়বে না। সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গণশুনানীতে উপস্থিত অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী,সিলেট নগরের জিন্দাবাজারের ব্যবসায়ী ইয়াহইয়া খালেদ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেন।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন,প্রতি তিন মাস পর পর গণশুনানীর আয়োজন করা হয়। এতে উত্থাপিত অভিযোগ ও প্রস্তাব গুরুত্বসহকারে দেখা হয় এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

শুনানিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) উপপরিচালক মো.আব্দুল গনি, স্কোয়াড্রন লিডার মো.কামরুল আহসান,ওসমানী বিমানবন্দরের সিকিউরিটি অফিসার রিয়াজ আহমেদ,বিমানবন্দরের ইমিগ্রেশন ওসি মো.আব্দুল কুদ্দুস,কাস্টমস এর রেভিনিউ অফিসার মোহাম্মদ খুরশিদ আলম,বিমানবন্দরের সিনিয়র অফিসার মো.আহসান হাবিবসহ ইমিগ্রেশন পুলিশ,এপিবিএন,ব্যাংক,গোয়েন্দা শাখা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



Our Like Page