শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ঈদ মানে শুধু খুশি নয়, ঈদ মানে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া- জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন

মানবতা তখনই সবোর্ৎকৃষ্ট পযাের্য় অবস্থান করে যখন তা পরিপূণর্ভাবে যথাথর্ স্থানে প্রয়োগ করা যায়

মানবতা তখনই সবোর্ৎকৃষ্ট পযাের্য় অবস্থান করে যখন তা পরিপূণর্ভাবে যথাথর্ স্থানে প্রয়োগ করা যায়।

……বীমুক্তিযোদ্ধা কদর মিয়া

এইচ এম সালেহ আহমদ
সহ বার্তা সম্পাদক

ছাতকের ৫নং চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামের কৃতি সন্তান সাবেক বারবার সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া জনকল্যাণ সোসাইটি চরমহল্লা ইউনিয়ন শাখার প্রতিষ্টা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপন থেরাপী মেশিন বিতরণ আলোচনা সভায় বক্তব্য কালে এই কথা বলেন.চোখের সামনে নিজের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে অসহায়রা, হাতে ধরে ওঠানোর সময়টুকো পায় না মানুষ, কিন্তু মুখে ঠিকই বলে আমি প্রকৃত মানবতাপ্রেমী একজন ব্যক্তি। তাদের লজ্জা হওয়া উচিত, কারণ তারাই চোখ থাকতে অন্ধ। চলমান সমাজে অপরাধী ও নিরপরাধী বলতে কিছু নেই সকলেই সমান। কেউ খুন করে বাইরে ঘুরে বেড়াচ্ছে আবার কেউ ট্রাফিক আইন অমান্য করে জেল খাটছে। এমন কাযর্ক্রমের পিছনে যে জিনিসটি অগ্রণী ভূমিকা পালন করে তা হচ্ছে ক্ষমতা ও অথর্। মানুষ আজ বড় অদ্ভুদ ধরনের, কোনো সময় সে ইমানদার ব্যক্তি, কোনো সময় জনদরদি আবার কোনো সময় পশুর চেয়ে হিংস্র।

আর কিছু তেমন ঠিক ঠাক ভাবে না করতে পারলেও লোক দেখানো অভিনয়টা খুব ভালো করে পারে। মানুষ ও মানবিকতা সম্পন্ন মানুষের মাঝে যেমন তফাৎ রয়েছে তেমনভাবে মানবতা ও লোক দেখানো মানবতার তফাৎ কম নয়। সমাজের এমন ভাসমান ব্যক্তিরা চায় নিমেষে তাদের চোখের সামনে থেকে অদ্ভুত কিছু একটা ঘটাতে যা তারা উপলব্ধির মাধ্যমে গ্রহণ থেকে বিরত থেকে উপভোগ করবে। নিজের প্রভাব বিস্তারের জন্য নিরবে অন্য প্রভাব বিস্তারকারী ব্যক্তিকে দূরে সরিয়ে দেবে। তার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আবেগপ্রবণভাবে মানুষের কাছে যাওয়া এবাং মানবতাপ্রেমী হিসেবে সমাজের সামনে নিজেকে পরিচিত করা।



Our Like Page