শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ঈদ মানে শুধু খুশি নয়, ঈদ মানে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া- জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন

বুড়শ্বর (পায়রা) নদী হতে জেএস এন্টারপ্রাইজের অবৈধ বালু উত্তোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙ্গন কবলিত মানুষ

ইত্তিজা হাসান মনির:

নিজেদের রেকডিয় সম্পত্তি নদীর ভাঙ্গনের কবলে চলে গেছে। সরকারী ভাবে নদী ভাঙ্গন ঠেকাতে ফেলানো হচ্ছে সারে সাতশত কোটি টাকার প্রকল্প, আশায় বুক বেঁধেছে দুই পাড়ের মানুষ। আগেই তাদের জমিজমা নদীতে চলে গিয়েছে বার বার পরিবর্তন করতে হয়েছে বসত বাড়ী।নদীর পাড়েই সরকারী জমিতে বসবাস করে মাছ ধরে জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যাচ্ছে।

নদীতে যখন সরকারী ভাবে ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ও  ব্লক ফেলাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান ঠিক সেই মুহুর্তে চলছে অসাধু বালু ব্যবসায়ী জেএস এন্টারপ্রাইজের প্রত্যহ হাজার হাজার ফুট বালু কেটে বিক্রি করার প্রতিযোগীতা। কারো অনুরোধের তোয়াক্কা করছেনা বালু মহল ইজাদার মোঃ জহির জেএস এন্টারপ্রাইজ নামের ড্রেজার লাগিয়ে সকাল থেকে রাত্রি কখনো সারারাত কেটে সাবার করছে বালু।

সরকারী বালু মহল ইজারার নিয়ম অনুসারে যে সকল মৌজা থেকে বালু উত্তোলন করার কথা সেখান থেকে অনেক উত্তরে পুর্বে আমতলীর চাওড়া পশ্চিমে বরগুনার গাবতলা জাঙ্গালিয়ার মাঝখান থেকে বালু নিয়ে যাচ্ছে জেএস এন্টারপ্রাইজ।

অনুসন্ধানে দেখা যায় লাল সবুজ লোড ড্রেজার,আরফান লোড ড্রেজার, জারিন লোড ড্রেজার,জারিন প্যাকেজ,চরকগাছিয়া প্যাকেজ,জহির লোড ড্রেজারের মাধ্যমে এক কোটি তেতাল্লিশ ঘনফুট বালু উত্তোলন করে বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকার বালু অবৈধ ভাবে উত্তোলন করে লাভবান হয়েছে প্রতিষ্ঠান গুলো।

স্থানীয় দুই পাড়ের মানুষ বালু উত্তোলনে নিষেধ করলে তাদেরকে হুমকি দুমকি দিয়ে বেড়াচ্ছে জেএস এন্টারপ্রাইজ নামের ইজারাদার মোঃ জহির। কেহ কেহ জোড়ালো ভাবে নিষেধ করলেও চাঁদাবাজি মামলার হুমকি দিয়ে যাচ্ছে জহির। জহিরের ভয় স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

সার্ভেয়ার কর্তৃক জমির সীমানা নির্ধারন করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এভাবে ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন করলে দু পাড়ের মানুষ ক্ষতিগ্রস্থ হবে এবং সরকারের সাতশত কোটি টাকার প্রকল্পে কোন কাজে আাসবেনা।

স্থানীয় জেলে আবুল কাশেম বলেন আমরা নিষেধ করলে আমাদেরকে দলীয় প্রভাব দেখায় আগে আওয়ামী লীগের জহির এখন সুবিদা আদায়ের জন্য বিএনপি পরিচয় দিয়ে বালু উত্তোলন করছে। নিয়মানুসারে বালু মহলের কেহই জেলেদের মাছ শিকারে কোন ভাবেই বাঁধা সৃষ্টি করতে পারবেনা বলা হলেও জহির তার দলবল নিয়ে মৎস জীবীদের ধমকিয়ে মাছ নিয়ে গিয়েছে জেলেদের কাছ হতে। এবং নদীতে মাছ ধরতে হলে চাঁদা দাবী করেছে বলে বক্তব্য প্রধান করেছে স্থানীয় জেলে পরিবার গুলোর।

জেলে আল আমিন বলেন আমরা জহিরের অবৈধ বালু কাটায় নিষেধ করলে মারধর করার হুমকি দেয় জেএস এন্টারপ্রাইজ মালিক জহির। জহির একছত্রভাবে নদীতে প্রভাব বিস্তার করেছে তার অবৈধ বালু ব্যবসা টিকিয়ে রাখার জন্য দু পাড়ের মানুষদের চাঁদাবাজী মামলায় জড়ানোর জন্য হুমকি প্রদান করে যাচ্ছে।

জহিরের অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য বরগুনা নির্বাহী অফিসারের বরাবর গন সাক্ষর জমা দিলেও কিশের ইঙ্গিতে ফিরছেনা বালু উত্তোলনের কর্মযজ্ঞ সেই প্রশ্ন এলাকার জনসাধারণের।



Our Like Page