শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সরদার রিজন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দলটি। দীর্ঘ ৭ মাস পরে এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপে সাজিয়ে ঘোষণা করেন দলের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছে ৭১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন এবং নতুন সম্পাদক রয়েছে ৮ জনসহ মোট ৩০১ জন। গতকাল বৃহস্পতিবার (১৩ই জুলাই) রাত ১০ টায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটির ১নং সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হীল বারী, ১নং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আতেকা বিনতে হোসাইন।

দীর্ঘ সময় পরে ছাত্র সংগঠনের সব থেকে বড় এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটি পূর্ণতা পাওয়ায় এ কমিটিকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন গুলো।

গতবছরের ডিসেম্বর মাসে গণভবনে এক বৈঠকের পরে আ’লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নাম উল্লেখ করে এ কমিটি ঘোষণা করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তারই ধারাবাহিকতা ৭ মাস পরে পূর্ণাঙ্গ হলো এই কমিটি।

এবারের কমিটিতে অন্যান্য পদের পাশাপাশি নতুন করে সংযুক্ত হয়েছে- প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদকের পদ।



Our Like Page