শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে, ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্র

জুনেদ আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ আব্বাস উদ্দিন।

একই সাথে দেশজুড়ে বাউবির সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রেও পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর ছাত্র-ছাত্রীদের নিয়ে শান্তির প্রতীক “সাদা পায়রা” নীল আকাশে অবমুক্ত করা হয়। ছাতকে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে বর্ণাঢ্য উৎসব পালন করে বাউবির ছাত্র-ছাত্রীরা।

ছাতক উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ আব্বাস উদ্দিন বলেন,বৈষম্যহীন, সার্বজনীন একটি বিশ্ব বিদ্যালয় বাউবি।ধনী দরিদ্র,বঞ্চিত জনগোষ্ঠী কৃষক,শ্রমিক, মজুর,ডাক্তার, সচিব, প্রকৌশলী, রাজনীতিবিদসহ সব বয়সের মানুষ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিষ্ঠার ৩১ বছরে এসে বাউবি শিক্ষাদানের ক্ষেত্রে দক্ষতা ভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, সাজ্জাদ মাহমুদ মনির,মোঃ আবু বকর, মোঃ জে আলম, ও তৌহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাউবি’র ষ্ট্যাডি সেন্টার ছাতক সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ মুবিন মির্জা, নওশাদ ইসলাম নিজু, মোঃ ইব্রাহিম, হাবিবা আক্তার, আব্দুল খালেক,ইমন,অফিস স্টাফ গোলাম কিবরিয়া প্রমুখ।



Our Like Page