নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশের সেরা কালচারাল অফিসারের প্রথম স্থানের পুরস্কারে পুরস্কৃত হলেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
২০২০-২০২১ অর্থবছরের Annual Performance Agreement (APA) মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৭ নম্বর পেয়ে সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত ১ম স্থান অর্জনে বাংলাদেশের সেরা কালচারাল অফিসার হিসেবে পুরস্কৃত হন।
০৯ জুন বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (APA) পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম, পরিচালক আফতাব উদ্দিন হাবলু প্রমুখ।
দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় উনার হাতে।
মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপে এ পুরস্কার প্রদান করা হয়ে হয়েছে।
এখানে উল্লেখ্য যে, ইতোপূর্বে ২০১৯-২০২০ অর্থবছরে APA মূল্যায়নে ৯৩.৫ নম্বর পেয়ে দেশসেরা কালচারাল অফিসার (১ম স্থান ) এবং ২০১৮-২০১৯ অর্থবছরে শ্রেষ্ঠ সৃজনশীল কালচারাল অফিসারের সম্মাননা অর্জন করেন সিলেটের এই জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।।
সম্পাদকঃ মো শফিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক: কাজী মোস্তফা রুমি, বার্তা সম্পাদকঃ ফারহানা বি হেনা।
বাংলাদেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।
Copyright © 2025 Channel One BD. All rights reserved.