মেজবাহ মাসুম, বরিশাল বিভাগীয় প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) তাকে কারাগারে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের দয়াল সাধুর বাড়ির নাম কীর্তন অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ।
জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের দয়াল সাধুর বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বার্ষিক নাম কীর্তন অনুষ্ঠান চলছিল।
রাত ২টার সময় ওই অনুষ্ঠানে হাজির হন আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান। সেখানে সরকার বিরোধী অপ প্রচার চালানোর অভিযোগ করে বাদল খানের উপস্থিতি খবর পেয়ে চাওড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনর নেতাকর্মীরা বাড়িটি ঘিরে রাখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাদল খানকে রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। ২০২৪ সালর ৫ আগস্ট আমতলী পৌরসভার ৪টি ট্রাক, ৪টি এস্কেভেটর, ৪টি পিকআপ ও মেয়রের ব্যবহৃত সরকারি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে পুলিশ।
জামিনের আবেদন করা হলে আদালত তার জামিন আবেদন না মজ্ঞুর করে এবং জেল হাজতে প্রেরন করে। উল্লেখ যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, বিরোধী দলীয় নেতা কর্মীদের হয়রানী ও নানা বিষয়ে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।