মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরিশাল বিভাগীয় প্রতিনিধি
ইলিশ সম্পদ রক্ষার্থে বরগুনা আমতলীর পায়রা নদীতে আজ পরিচালিত হয় কম্বিং অভিযান।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার দেব সার্বিক দিক নির্দেশনায় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব হালিমা সরদারের নেতৃত্বে বিশেষ কম্বিং অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পায়রা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সময় এক জেলেকে সকালে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত জেলেকে ৫০০০/-(পাঁচ হাজার টাকা) জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব আব্দুল্লাহ আবু জাহের। এ সময় মোবাইল কোর্ট টীম সকল মৎস্যজীবীদের ইলিশ সংরক্ষণের জন্য আহবান জানান এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করেন। ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধি ও আন্তরিক হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদকঃ মো শফিকুল ইসলাম,
নির্বাহী সম্পাদক: কাজী মোস্তফা রুমি, এলএল. বি (অনার্স),এলএল. এম।
বার্তা সম্পাদকঃ ফারহানা বি হেনা।
Copyright © 2025 Channel One BD. All rights reserved.