শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

বরগুনায় সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরন

বরগুনায় সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরন ।
মোহাম্মদ মেজবাহ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক।

বরগুনায় সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষ ২০২৩ সালের শিক্ষার্থীদের নবীন বরন আজ বরগুনা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মেহেরুন্নেছা সুমী, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, প্রধান অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ লোকমান হাকিম, তত্বাবধায়ক বরগুনা জেনারেল হাসপাতাল, বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক মোঃ জহিরল ইসলাম, নির্বাহী পরিচালক ডিডব্লিউএফ, বিধান চন্দ্র, ইনস্ট্রাকটর, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, মোহাম্মদ মেজবাহ উদ্দিন অধ্যক্ষ, বরগুনা নিউ মডেল কলেজ, ইত্তিজা হাসান, সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন বরগুনা, শামিমা আক্তার রীনা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রধান শিক্ষক কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আকলিমা বেগম প্রিন্সিপাল, সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউট,বরগুনা, আবদুস সোবাহান কোষাধ্যক্ষ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও জেলা প্রতিনিধি চৌকস , বরগুনা প্রমূখ।
এসময় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, একজন রোগীকে সুস্থ করতে চিকিৎসকের পাশে থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিয়ে যান নার্সরা। তারা ২৪ ঘণ্টা রোগীর সেবায় নিয়োজিত থাকেন। তাই প্রযুক্তিগত আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে নার্সদের দক্ষ করতে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মূলত সমাজের প্রতি নার্সদের অবদান ও মানুষের সেবায় যেভাবে তারা কাজ করেন, তা অতুলনীয়।

অনুষ্ঠানে নবীনদের ফুলদিয়ে বরন করে নেয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রানবন্ত করে তোলা হয়। পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ৩য় বর্ষের ছাত্রী মনি আক্তার।



Our Like Page