শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ঈদ মানে শুধু খুশি নয়, ঈদ মানে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া- জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন

বইমেলায় আসছে প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদের “বুকপকেটে ভালোবাসা”

তাইজুল ইসলাম, হবিগঞ্জ;

“গণতন্ত্রের শরীর পবিত্র, পা ছুঁতে নেই—
চিৎকার দিয়ে ওঠে লাল গোলাপ
কিন্তু কালো বটের ছায়ায় চাপা পড়ে
মায়ের শরীরে পেঁচানো সাদা শাড়ি
রক্তে লাল হয়ে ওঠে প্রতিনিয়ত।”

প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ “বুকপকেটে ভালোবাসা” ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে। তাঁর কবিতা কবি মনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা। তাঁর প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে। তাঁর সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া “বুকপকেটে ভালোবাসা”য় নতুন মাত্রা যোগ করেছে।

“যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।”



Our Like Page