শাহেদ আহমদ,স্টাফ রিপোর্টার:
প্রথম ছবি ‘ইতিহাস’ দিয়েই বাজিমাত করেছিলেন কাজী মারুফ। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এরপর ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মারুফ’, ‘দেহরক্ষী’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিলেও ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন। অবশেষে আবার দেশে ফিরতে যাচ্ছেন মারুফ। এবার নায়ক নয়, পরিচালক হিসেবে পাওয়া যাবে তাঁকে। খবরটি নিশ্চিত করেছেন গল্পকার আব্দুল্লাহ জহির বাবু। মারুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলাম। অবশেষে প্রযোজকও পেয়ে গেছি। সেপ্টেম্বর থেকেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
পুরো ছবির শুটিং হবে আমেরিকাতে। কলাকুশলীও থাকবে এখানকার। আশা করছি নায়ক হিসেবে যেমন সফলতা পেয়েছি, নির্মাতা হিসেবেও তেমন দর্শক আমাকে গ্রহণ করবে। ছবিটি বাংলা এবং ইংরেজি ভাষাতে নির্মাণ করব। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’
সম্পাদকঃ মো শফিকুল ইসলাম,
নির্বাহী সম্পাদক: কাজী মোস্তফা রুমি, এলএল. বি (অনার্স),এলএল. এম।
বার্তা সম্পাদকঃ ফারহানা বি হেনা।
Copyright © 2025 Channel One BD. All rights reserved.