আলিজা বিনতে আশরাফ: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হলো টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ ২১ নভেম্বর’২৪ বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে আট জন সহ সর্বমোট ষোল জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাগরপুর বাজারের ব্যবসায়ীদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা নাগরপুর বাজারের অন্যতম পুস্তক ব্যবসায়ী মো: আখতারুজ্জামান বকুল। তিনি ভোট পেয়েছেন ১৯৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো: বজলুর রহমান মিন্টু ১৬৪টি ভোট পেয়ে সিনি: সহ-সভাপতি এবং শহীদ ৭৭টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে ২০৪ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: গোলাম মোস্তফা গোলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন মুসা ২০১ টি ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ব নির্ধারিত সময়েই নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে নাগরপুর বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষিত হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নাগরপুর বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী ভোটার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।