কাজী মোস্তফা রুমি: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাগরপুরে সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ’২৫ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ গেটে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মো: জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু, নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির উপস্থিত ছিলেন।
এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বর্তমানে দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইন শৃঙ্খলার অবনতি এবং বিচারহীনতার বর্তমান নানা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেন।
এসময় এই পরিস্থিতি হতে দ্রুত উত্তরণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।