কাজী মোস্তফা রুমি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা মহানগর উত্তরের আওতাভুক্ত উত্তরা পশ্চিম থানা জাসাসের উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জুলাই’২৫ মঙ্গলবার বিকেল ৩:০০ ঘটিকায় উত্তরা ৭নং সেক্টরের মুগ্ধমঞ্চে ঢাকা মহানগর উত্তর জাসাসের যুগ্ম-আহবায়ক ওমর ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে কর্মী সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহশালার অগ্রসৈনিক, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে রাজপথ কাঁপানো ত্যাগী ও নির্যাতিত নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী কর্মীবান্ধব জনপ্রিয় জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন।
এ বিষয়ে জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন গণমাধ্যমকে বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মীসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা ঢাকা মহানগর উত্তরের প্রতিটি থানায় ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে সংগঠনের নেতা কর্মীদের মনোবল ভেঙে পড়েছিল। কিন্তু বিগত ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে অত্যাচারী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে।
তাই ফ্যাসিস্টহীন বাংলাদেশের মুক্ত বাতাসে নেতা কর্মীদেরকে নতুন উদ্যমে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই সম্মেলন যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
বিশেষভাবে উল্লেখ্য, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।
উক্ত কর্মী সম্মেলনে অন্যান্য আমন্ত্রিত অতিথি সহ ঢাকা মহানগর উত্তর জাসাস, উত্তরা পশ্চিম থানা জাসাসের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।