অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বাসের বিরুদ্ধে জমি ১৫ শতাংশ দখলের অভিযোগ করেছেন একই গ্রামের হরিদাস বিশ্বাস।
হরিদাস বিশ্বাস জানান, আমাদের পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে আসার পর থেকে, পুরোনো বাড়ির জায়গা অবৈধ ভাবে বারবার দখলের চেষ্টা চালিয়ে আসছে চারু বিশ্বাস। চারু বিশ্বাস মামলা করে হেরে যাওয়ার পরও একাধীকবার সালিশ বিচারে ও হেরে যায়। হটাৎ গত সোমবার বার জমিতে যেয়ে দেখি আমাদের ১৫ শতাংশ জমি সে অবৈধভাবে ঘিরে রেখেছে, সেখানে আমাদের লাগানো কয়েকটি গাছ ও কেটে ফেলেছে।
সরে জমিনে যেয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, চারু বিশ্বাস নিজেই শিকার করে বলেন, হরিদাস বিশ্বাস বিলে আমার জমি দখল চেষ্টা করেছে তাই আমি তার জমি দখল করেছি, হরিদাস বিশ্বাসের লাগানো সুপারি গাছ এখনো আছে আমি কোনো গাছ কাটিনি।
তবে এলাকাবাসী জানান, চারু বিশ্বাস ওয়ার্ড বিএনপির সভাপতির পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে, দ্রুত তার পদ থেকে অপশারন চাই।
এবিষয়ে ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা একরামুল ইসলাম মুঠোফোনে বলেন, চারু বিশ্বাস ওই ওয়ার্ড বিএনপির সভাপতি, তবে তিনি ঘেরা দিয়েছেন কিনা আমার জানা নেই, তবে তিনি যদি কোনো অপকর্ম করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্পষ্ট নির্দেশনা রয়েছে।