অরুণ দেবনাথ
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা উত্তর পাড়া কে,পি সড়কের সরকারি ইট আত্মসাৎ এর অভিযোগ পাওয়া প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ডুমুরিয়া নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগে ঐ এলাকার সুকৃতি রঞ্জন সরকার , পরিমল রায় , গৌতম সরদার ও কার্তিক সরদার উল্লেখ করেন, বৈঠাহারা উত্তর পাড়া বিনোদ মন্ডলের বাড়ি হতে অনুপ রায়ের বাড়ির পূর্ব সীমানা পর্যন্ত ৩০০ ফুট রাস্তা ইটের সোলিং ছিল। এমপি মহোদয়ের বরাদ্দকৃত রাস্তার উন্নয়ন প্রকল্পের জন্য উক্ত ইটের সোলিং তুলে রাস্তার পাশে রাখা হয়। কিন্তু সেই ইট বৈঠাহারা গ্রামের বিনোদ বিহারি মন্ডলের ছেলে নিমাই মন্ডল ও মৃত বিধান চন্দ্র রায়ের ছেলে অনুপ রায় ইট গুলো বাড়িতে নিয়ে গেছে। এঘটনায় সরকারি ইট গুলো ফিরে পেতে গত ২৬/০৯/২৩ ইং তারিখ এলাকাবাসী স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে নিমাই মন্ডল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
সম্পাদকঃ মো শফিকুল ইসলাম,
নির্বাহী সম্পাদক: কাজী মোস্তফা রুমি, এলএল. বি (অনার্স),এলএল. এম।
বার্তা সম্পাদকঃ ফারহানা বি হেনা।
Copyright © 2025 Channel One BD. All rights reserved.