টাঙ্গাইলের নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত – Channel One BD
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত ঢাকা উত্তরা পশ্চিম থানা জাসাসের কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ শরীফুল ইসলাম স্বপন লক্ষীপুর জেলা যুবদলের নতুন কমিটির ঘোষণা করায় রায়পুরে যুবদলের আনন্দ মিছিল আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে লন্ডনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা বাংলাদেশী পন্যের ৩৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাজ্য সফরে সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-কে ফুলেল শু‌ভেচ্ছা জানিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দুই দলীয় ব্যবস্থা থেকে কি মুক্তি চান? আমাদের কি আমেরিকা পার্টি গড়ে তোলা দরকার? জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আগামী প্রজন্মের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ‍্যমান কর্মতৎপরতা চাই -ব্যারিস্টার নাজির টাংগাইলের নাগরপুরে সরকারি কলেজে মডেল মসজিদ নির্মাণের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ জুলাই’২৫ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী মোঃ জুয়েল সরকার।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতি ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল।

অনুষ্ঠান শুরুর পূর্বেই নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সদস্যভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উৎসবমুখর পরিবেশে উপস্থিত হন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পূর্বে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে বলেন – একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। আর এই শিক্ষাটা প্রতিযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বিকশিত হয়।

আমরা নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ ধারাবাহিকভাবে বাৎসরিক প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। অত্যন্ত দক্ষতার সাথে পরীক্ষার্থীর উত্তরপত্র যাচাইয়ের মাধ্যমে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীকেই বৃত্তি প্রদান করা হয়। আর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে সকল শিক্ষার্থীদের মাঝে ভালো ফলাফল করার মনোভাব অধিক হারে বেড়ে যায়।

আগামী দিনেও আমাদের এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সদস্য ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।



Our Like Page