আলিজা বিনতে আশরাফ: বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব। তাই বাংলাদেশে প্রতি বছর পহেলা বৈশাখের দিন আয়োজিত হয় এক শোভাযাত্রা।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ও অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নেওয়া হয়।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ ১৪ এপ্রিল’২৫ পহেলা বৈশাখ’১৪৩২ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের হাতে বাহারি রঙের ফেস্টুন, কার্টুন ও গ্রামীণ ঐতিহ্য সম্বলিত নানা চিত্র, বাংলা নববর্ষ বরণ লেখা সম্বলিত ব্যানার দেখা যায়, যার মাধ্যমে শোভাযাত্রাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত এবং উৎসবমুখর।
উক্ত শোভাযাত্রায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা এম. এ. ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ হাবিবুর রহমান হবি, সিনি: সহ-সভাপতি ও নাগরপুর বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, নাগরপুর প্রেসক্লাব ও বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি।
এছাড়াও নাগরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ উক্ত শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশেষভাবে উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।