কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও উলামা-সুধী-কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ জুন'২৫ রোজ বুধবার বিকেল তিন ঘটিকায় নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত উক্ত শপথ গ্রহণ ও উলামা সম্মেলন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহিরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আকরাম আলী, সেক্রেটারি মোহাম্মদ আখিনুর মিয়া, জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম এবং মাওলানা মোঃ আলী আকবর নাগরপুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, সমাজসেবক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন-
"ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক ও নৈতিক আন্দোলন। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য এই নতুন নেতৃত্ব শপথ গ্রহণ করছে। আমরা মানুষের কল্যাণে ও ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় দোয়া করা হয়।
সম্পাদকঃ মো শফিকুল ইসলাম, নির্বাহী সম্পাদক: কাজী মোস্তফা রুমি, বার্তা সম্পাদকঃ ফারহানা বি হেনা।
বাংলাদেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।
Copyright © 2025 Channel One BD. All rights reserved.