শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ঈদ মানে শুধু খুশি নয়, ঈদ মানে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া- জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন

জাহাঙ্গীর আলম কাননের মহম্মদপুর,তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান

জাহাঙ্গীর আলম কাননের মহম্মদপুর,তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান।

স্টাফ রিপোর্টার- আজিজুল ইসলাম

নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীর আলম কানন। তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ,বিনোদপুর,মহম্মদপুর,মাগুরা। রবিবার ২৮ মে সকাল ১০টায়।
এসময় উপস্থিত ছিলেন তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজীব দত্ত, প্রভাষক সেতারা শাহীন, সহকারী শিক্ষিকা মনিরা খাতুন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান শেখ, অফিস সহকারী কাম হিসাব রক্ষক বিপুল বর্মন, ল্যাব সহকারী এম জাফর আলী, আয়া আল্পনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জলি খাতুন এবং আল আমিন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পারনান্দুয়ালী,মাগুরা-প্রভাষক সেলিনা পারভীন শিলা। এই কলেজের সভাপতির দায়িত্বে আছেন সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান। কলেজটিতে আছে ৪ তলা আধুনিক ভবন, খেলার বড় মাঠ, প্রধান গেটের সাথেই আরও ২ টা পাকা ভবন আছে ১ তলা বিশিষ্ট। চারপাশের প্রাকৃতিক মনোরম নিরিবিলি পরিবেশ।শ্রেণী কক্ষ, ১. বিএমটি, ২. ৯ম ও ১০ম শ্রেনীতে ভোকেশনাল কোর্স ৩. কৃষি ডিপ্লোমা ৪. শর্ট কোর্চ।



Our Like Page