শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

চা শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত।

নিউজ ডেস্ক:

দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নত করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সিলেটের চা শ্রমিকরা। আজ বুধবারও কাজে যোগ না দিয়ে চা শ্রমিকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। এছাড়া তারা সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে মালনীছড়া চা বাগান মন্দিরের সামনে এসে জড়ো হন শ্রমিকরা।

দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন চা শ্রমিকরা। কিছুক্ষণ পর মিছিলটিতে এসে যোগ দেন লাক্কাতুড়া বাগানের চা শ্রমিকরা। মিছিলটি লাক্কাতুড়া এলাকায় আসার পর চা শ্রমিকরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ অবরোধের পর চা শ্রমিকরা লাক্কাতুড়া বাগানের দিকে ফিরে যান।

কর্মসূচিতে অংশ নেওয়া চা শ্রমিকরা বলেন-‘আমরা কাজ করতে প্রস্তুত। কিন্তু আমাদের প্রাপ্য মজুরি দিতে হবে। দীর্ঘদিন ধরে চা-শ্রমিকেরা বঞ্চিত হয়ে আসছেন। মজুরি, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন দিকে আমাদের পিছিয়ে রাখা হয়েছে।

এখন আমরা আমাদের ন্যায্য মজুরি চাইছি। ’
প্রসঙ্গত, চা শ্রমিকরা বর্তমানে দৈনিক মজুরি পেয়ে থাকেন ১২০ টাকা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমিকরা মজুরি ৩০০ টাকা মজুরি দাবি করেন। এই দাবিতে তারা গত পাঁচ দিন থেকে টানা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। চলমান সংকট নিরসনে গত মঙ্গলবার শ্রমিকদের সাথে বৈঠক করেন শ্রম অধিদপ্তরের একটি প্রতিনিধি দল।

বৈঠক ফলপ্রসূ না হওয়ায় শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



Our Like Page