শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলের নাগরপুরে ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত প্রতিবাদী র‍্যালীতে সরব উপস্থিতিতে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা’২৫ শুরু দেশব্যাপী শুরু হলো এসএসসি পরীক্ষা’২৫ আজমিরীগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে সংঘবদ্ধ হামলা: আহত ২, ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা ইসরাইলি পণ্য বর্জনে একাত্মতা: মানবতার পক্ষে দৃঢ় অবস্থান এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জননেতা মীর আবুল কালাম আজাদ রতন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ মাইনুল আলম খান কনক’র শুভেচ্ছা ও অভিনন্দন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ আতিকুর রহমান আতিক’র শুভেচ্ছা ও অভিনন্দন ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা 

ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ বিএনপি নেতার স্ত্রীর

চ্যানেল ওয়ান বিডি ডেক্সঃ

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে তার স্ত্রী লুৎফুন নাহার ফেনী মডেল থানার ওসি ও দুই এসআইসহ ৬ জনের
বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেছেন।বিচারক আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনসহ এসআই এমরান হোসেন এবং নারায়ণ চন্দ্র দাস,ডিএসবি কর্মকর্তা হাবিবুর রহমান ও মো সৈকত,সাব্বির হোসেন নামে দুই সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন অভিযোগকারী।

বুধবার দুপুরে ফেনীর জুডিশিয়াল আদালতের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের নিকট অভিযোগ দায়ের করেন তিনি। আবেদনে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী শাহ নুর আলম জানান,বিকালে আদালতের এক শুনানিতে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। এতে ১৫ দিনের মধ্যে মামলার অগ্রগতি জানাতে বলা হয়েছে এবং মামলাটি তদন্ত করতে পরিদর্শকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ জুলাই ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় ফেনী মডেল থানা পুলিশ ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম (৪৮) গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে তার শহরের রামপুরস্থ বাসায় অভিযান চালিয়ে পুরাতন খবরের কাগজে মোড়ানো একটি কালো রংয়ের ৭.৬৫ এমএম পিস্তল,একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি এবং ২ টি লম্বা লোহার ছোরা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফেনী মডেল থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের করে।

তবে অস্ত্র উদ্ধারের অভিযোগটি শুরু থেকে অস্বীকার করে আসছে জাকির হোসেন জসিমের পরিবার। তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে সংবাদ সম্মেলন করে দাবি করেন জেলা বিএনপি।



Our Like Page