শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

ওসমানীনগর উপজেলা নির্বাচন : নড়েচড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরা

জুবেল আহমেদ:
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর স্মৃতিবিজড়িত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আগামী ২৭ জুলাই। নির্বাচনের তারিখ ঘোষনার পরপরই উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামে গঞ্জে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। আর সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। এলাকার রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থীতা ঘোষনা করছেন। দলীয় মনোনয়ন পেতে জেলা ও কেন্দ্রীয়ভাবে শুরু হয়ে গেছে লবিং তদবির ।

এলাকার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার ঝড় বইছে। ওসমানীনগরের প্রবাসীরাও নির্বাচনী আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

বিভিন্ন সুত্রে জানা যায়,এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল প্রমুখ। তবে উপজেলা রাজনীতির শক্ত অবস্থানে থাকা বিএনপি ও জাতীয় পার্টির কারও নাম এখনো সম্ভাব্য প্রার্থীর নামের তালিকায় না আসায় অনেকেই চিন্তায় আছেন।

সম্ভাব্য অনেক প্রার্থী জানান, দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান বিবেচনা করে দল তাদেরকেই বেছে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে গত সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮শে জুন, যাচাই-বাছাই ৩০শে জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ই জুলাই, ভোটগ্রহণ ২৭শে জুলাই। ওসমানীনগর উপজেলায় ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার কাণ্ডারি হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান অন্যদিকে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করেন আখতারুজ্জামান চৌধুরী জগলু। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা গয়াছ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মুসলিমা চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হন।



Our Like Page