শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ “জনতার সময়” অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হলেন কাজী মোস্তফা রুমি ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের মে‌ডি‌কেল ক্যাম্প অনু‌ষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন আইওআই(IOI) তে বাংলাদেশের প্রথম স্বর্ণ পদক লাভ করেছেন সিলেটের দেবজ্যোতি দাস সৌম্য

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাহিত্য অঙ্গনে

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাহিত্য অঙ্গনে
অপু দাস, সহ-বার্তা সম্পাদকঃ
বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি অসীম সাহা আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবি অসীম সাহার বড় ছেলে অভ্র সাহার অপেক্ষায় রয়েছে পরিবার। বড় ছেলে অভ্র সাহা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গনে শেষ শ্রদ্ধা জানানো হবে কবিকে। বর্তমানে কবি’র মরদেহ হিমাগারে রাখা হয়েছে। এবং আগামীকাল বুধবার (১৯ জুন) পর্যন্ত মরদেহ হিমাগারেই রাখা হবে।
চিকিৎসকরা জানান, হাত কাঁপা রোগ, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস রোগের পাশাপাশি বিষণ্নতাতেও ভুগছিলেন তিনি।আগের থেকে অনেকটা  সুস্থ হলেও হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েন,তারপর পরিবারের লোকজন  দ্রুত ভর্তি করেন বিএসএমএমইউতে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন অসীম সাহা।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন কবি অসীম সাহা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করেন তিনি।
কবিতার পাশাপাশি উপন্যাস লিখেও জনপ্রিয় হয়ে ওঠেন কবি অসীম সাহা। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।



Our Like Page