শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ঈদের পঞ্চম দিনেও সিলেটে বাড়ছে পর্যটকের ঢল প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন

ঈদ উল ফিতরে আসছে কাগজের বউ

বিনোদন ডেস্ক: পিয়াস আফ্রিদি

২০১৭ সালে “সোনাবন্ধু” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন সুপারস্টার ডিএ তায়েব। সেই সিনেমাতেও তিনি পরীমনির সাথে জুটিবদ্ধ হয়ে সুপারহিট সিনেমা উপহার দেন। এরপর আসছে এই জুটির দ্বিতীয় সিনেমা ” কাগজের বউ” এটি একটি সোশ্যাল পারিবারিক ড্রামাটিক্যাল সিনেমা। এখানে দেখানো হয়েছে ভালোবাসা দিয়ে সর্বোচ্চ জয় করা সম্ভব। এখানে দেখানো হয়েছে সত্যের জয় চিরন্তন, মিথ্যা দিয়ে কখনো ভালোবাসা জয় করা যায় না। ভালো মানুষের প্রতিদান সবসময় ভালোই আসে। ভালোবাসার আর্তনাদ বুকে চেপে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ সবকিছু সম্ভব হয় ভালো ব্যবহার এবং ভালোবাসার মাধ্যমে।

ত্রিভুজ প্রেমের এই গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় পরিচালক চয়ণিকা চৌধুরী। সম্পূর্ণ মৌলিক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমাটি খুব অর্থবহ এবং বিগ বাজেটের একটি সিনেমা এবং গল্প কেন্দ্রিক সিনেমা। বরাবরের মতোই সুপারস্টার ডিএ তায়েব কে ব্যতিক্রম একটি চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। বিগত সময় থেকে শুরু করে সব সময় প্রতিটি নাটক প্রতিটি টেলিফিল্ম কিংবা প্রতিটি সিনেমায় বিকল্পধারার অভিনয় এবং নিজস্ব মৌলিক অভিনয়ের মাধ্যমে দর্শক প্রিয়তা অর্জন করে থাকা প্রিয় এই নায়কের এবারের সিনেমাটি সম্পূর্ণ ব্যতিক্রম এবং দর্শক মনে আবারো বাঁধভাঙ্গা জোয়ার সৃষ্টিকারী একটি সিনেমা হতে যাচ্ছে।

এই সিনেমায় সুপারস্টার ডিএ তায়েব পরীমনি চিত্রনায়ক ইমন চিত্রনায়িকা আনহা তামান্না ও কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত ও কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। বিগ বাজেট এবং বিগ কাস্ট এর একটি সিনেমা এটি। সিনেমাটির গানগুলো খুবই জনপ্রিয়তা লাভ করবে সেই লেভেলের গানগুলো হয়েছে। বহুল প্রতীক্ষিত এই সিনেমা প্রযোজনা করেছেন পলাশ প্রযোজনা সংস্থ। এই সিনেমার গল্প এই সিনেমার আর্টিস্ট এবং মেকিং সবকিছুই উপভোগ করার মত। অবশ্যই আশা করি দর্শক হলে গিয়ে তার কাঙ্খিত বিনোদন টুকু নিয়েই ঘরে ফিরবে।

চলচ্চিত্রের যখন মহা দুঃসময় তখন থেকেই শুধুমাত্র একটি শিল্পমনা মন থাকার কারণে চলচ্চিত্রের প্রতি যেই উদারতা যে প্রেম দেখিয়ে যাচ্ছেন সুপারস্টার ডিএ তায়েব সত্যি সেটি প্রশংসার দাবিদার এবং প্রশংসনীয়। এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘ এই চলচ্চিত্র জীবনে এখান থেকে সব স্টার সুপারস্টাররা নিজেদের জন্য সবকিছু করে নিয়েছেন সুনাম অর্জন টাকা পয়সা যস খ্যাতি সবকিছু তারা তাদের নিজেদের প্রয়োজনে এসেছেন চলচ্চিত্র এবং চলচ্চিত্র থেকে সবকিছু নিয়ে গেছেন প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র ব্যতিক্রমধর্মী নায়ক সুপারস্টার ডিএ তায়েব। যিনি প্রতিষ্ঠিত হওয়ার পর, খ্যাতিমান হওয়ার পর, বিত্তবান হওয়ার পর চলচ্চিত্রের দুঃসময় দেখে চলচ্চিত্রের দুরবস্থা দেখে তিনি চলচ্চিত্রের পাশে এসে দাঁড়িয়েছেন চলচ্চিত্রকে ভালোবেসে।

এখানে সুপারস্টার ডিএ তায়েব এর অর্জন করার কিছু নেই নতুন করে তিনি সবকিছু আগেই অর্জন করে ফেলেছেন অনেক দর্শক হৃদয়ের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। চলচ্চিত্রের প্রয়োজনে চলচ্চিত্রের স্বার্থে চলচ্চিত্রের সাথে আছেন সুপারস্টার ডিএ তায়েব। বরাবরের মতোই এবারও ঈদুল ফিতরেপ্রেক্ষাগৃহে দেখা যাবে এই প্রিয় নায়ক সুপারস্টার ডিএ তায়েব অভিনীত সিনেমা। কাগজের বউ গভীর অপেক্ষায় আছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য আশা করি সবাই হলে যাবেন বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন বাংলা চলচ্চিত্র বাচলে দেশের শিল্প দেশের সংস্কৃতি বাঁচবে। ত্রিভুজ প্রেমের এই গল্পটি অনেক ভালোলাগার সবাই উপভোগ করবেন আশা করি।



Our Like Page