কাজী মুহিত,আন্তর্জাতিক প্রতিনিধি আমেরিকা:
আমেরিকায় মিশিগান স্টেট হ্যান্ডট্রামিক শহরে পুলিশ অস্ত্রধারীকে ধাওয়া করলে অভার স্পিডে গাড়ি চালিয়ে আরো দুইটি গাড়ির উপর দিয়ে চালিয়ে দেয়। এই সময় মাহিদুল ইসলাম সুজন (৩৫) ঘটনাস্থলে মারা যান। উনার বাবা নুর মিয়া(৬৫)কে তাৎক্ষণিকভাবে হসপিটাল নেওয়ার পর রাত ১টার দিকে বাবা ও মারা যান
তাদের দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। তারা সপরিবারে আমেরিকায় ছিলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আমেরিকার স্থানীয় সময় দুপুর ১২:৪৫ দিকে হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।বছর আগে আমেরিকায় গেছেন। প্রায় দুই মাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সে দেশে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে তাঁর শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়।
মাহিদুল ইসলাম সুজন বাংলাদেশ পূবালী ব্যাংকের সাবেক ব্যাংকার ছিলেন। আমেরিকায় এসে amazon Woodward ave কর্মরত ছিলেন। উনাদের মৃত্যুতে বাঙালি কমিউনিটি শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেছেন।