নিউজ ডেস্ক: আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন আনজুমানে আল ইসলাহ মিশিগান (নর্থ ডিভিশনের 2025 -2026) সালের কমিটির গঠনের লক্ষ্যে আজ বাদ জোহর আল ইহসান ইসলামিক সেন্টার ওয়ারেন এর হল রুমে কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ মিশিগান নর্থ ডিভিশনের সহ- সভাপতি জনাব সেলিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ সাহেবের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ স্টেট কমিটির উপদেষ্টা, আল মিসবাহ ইনস্টিটিউট এর প্রিন্সিপাল জনাব মাওলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব । নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ স্টেট কমিটির সহ সভাপতি কারী নজরুল ইসলাম অপু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আজুমানে আল ইসলাহ মিশিগান স্টেট এর সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমেদ, বিশেষ অতিথি আল ইসলাহ সাউথ ডিভিশনের সভাপতি মাওলানা কবির আহমেদ, স্টেট কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ সাহেব,আল ইসলাহ মিশিগান সাউথ কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রকিব সাহেব ,ও আল ইসলাহ মিশিগান স্টেট কমিটির প্রচার সম্পাদক শেরুজ্জামান জাহান কোরেশী, আরোও উপস্থিত ছিলেন আল ইসলাহ ইসলামিক সেন্টারের ট্রেজারার জানাব আব্দুল মতিন উল্লাহ, ডা.আব্দুল লতিফ সাহেব প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় কাউন্সিলের মাধ্যমে আনজুমানে আল ইসলাহ নর্থ ডিভিশন ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
মোঃ সেলিম উদদীন-কে সভাপতি ও মোহাম্মদ জয়নুল আম্বিয়া-কে সাধারণ সম্পাদক ও কাজী মুহিত-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি জনাব আশরাফুল ইসলাম রাসেল, সহ সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী , অর্থ সম্পাদক জামান শেখ, প্রচার সম্পাদক আল হেলাল আহমদ , অফিস সম্পাদক ওমর হাদী, প্রশিক্ষণ সম্পাদক কারী কাজী গিলামন, সমাজকল্যান সম্পাদক মাহমুদ চৌধুরী . এছাড়া সদস্যরা হলেন মিজানুর রহমান, শাহান শেখ, হাফিজ আব্দুস শহিদ,
সভায় আরো উপস্থিত ছিলেন আল ইসলাহ সদস্য ও নেতা কর্মীরা। প্রধান অতিথি আল মিসবাহ ইনস্টিটিউট এর প্রিন্সিপাল হাফিজ ফখরুল ইসলাম সাহেব সংগঠনের ত্যাগ, সংগঠনএর লক্ষ্য উদ্দেশ্য করনীয় দিক নির্দেশনা প্রধান করেন। এছাড়া বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহরিয়াদ মাজেদ তার বিদায়ী বক্তব্য নতুন কমিটির সাবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন বিগত দুই বছর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ছিল প্রশংসিত। যার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অবশেষে অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।