শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ঈদ মানে শুধু খুশি নয়, ঈদ মানে একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া- জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন

আনজুমানে আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখা আয়োজিত আলজুবাইলে ইফতার মাহফিল সম্পন্ন

এইচ এম সালেহ আহমদ সহ বার্তা সম্পাদক

আনজুমানে আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখা আয়োজিত আলজুবাইলে ইফতার মাহফিল অনুষ্টিত

সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে হাফিজ আবুবকর নোমান এর পরিচালনায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন বেলাল আহমদ প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল-ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখার সম্মানিত উপদেষ্টা শিপলু বখ্শ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হাবিবুর রহমান লেবু, জনাব আলাউদ্দিন, জনাব সুলতান আহমদ,
আরো উপস্থিত ছিলেন জাহাংগির জিহাদ,আলিম উদ্দিন ছাদেক আহমদ, শাহাদাত হুসেন,মইন উদ্দিন,আলী আমজদ,সাব্বির,নূরুল আমিন,জুবের,হান্নান মিয়া,মুকিত মিয়া,রকি আহমদ, শফিক মিয়া,নূরুল ইসলাম,বিরাই মিয়া,রওশন আলী সহ প্রমুখ পরিশেষে দোয়ার মাধ্যমে ইফতার করে সমাপ্তি হয়।

আল্লাহর হুকুম পালনের জন্য  সারাদিন রোজা রাখার পর যখন আল্লাহর পক্ষ থেকে পানাহারের অনুমতি মেলে তখন মানুষের মধ্যে যে আনন্দ ও খুশির জোয়ার উঠে তার প্রকাশ ভাষায় সম্ভব নয়। এটা শুধুমাত্র উপলব্ধির বিষয়। রোজাদার মাত্রই তা উপলব্দি করে থাকে। ইফতারের এ জান্নাতি আনন্দে সারাদিনের কষ্টের কথা সবাই বেমালুম ভুলে যায়। আর হৃদয়ে গেঁথে থাকে প্রভুকে খুশি করার এক অবর্ণনীয় তৃপ্তি।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, বান্দা রোজা রাখে আমার জন্য। সে নিজের প্রবৃত্তির চাহিদা ও পানাহার আমার জন্য বর্জন করে। তাই এ রোজার পুরস্কার আমি নিজে দেব। রোজা হলো জাহান্নামের শাস্তির ঢালস্বরূপ। রোজাদারের জন্য দু’টি খুশি। প্রথমটি ইফতারের খুশি। দ্বিতীয়টি আমার সাথে সাক্ষাতের খুশি।’ (বুখারি ৭৪৯২)



Our Like Page