শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
ঈদের পঞ্চম দিনেও সিলেটে বাড়ছে পর্যটকের ঢল প্রত্যেকটি খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন বলেই তাদের খেলার মান উন্নয়ন করতে পেরেছেন- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন আমরা দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করলাম- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নয়ানখান রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট’২৫ সিজন-৩’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংঘঠনের নেতা কর্মীদের নিয়ে সাবেক এমপি জনাব আবুল খায়ের ভুঁইয়া কে ঈদের শুভেচ্ছা টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামে চারু বিশ্বসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী সরদার বাড়ি লাঠি খেলায় প্রধান অতিথি জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশির সুবাতাস, ভালোবাসার উষ্ণতা- জননেতা মীর আবুল কালাম আজাদ রতন

আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রাণহানি: কাঁচাব মিয়ার ফিকলের আঘাতে নিহত ১

মো: আফলাক আহমেদ,আজমিরীগঞ্জ, হবিগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদরিছ মিয়া তালুকদার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ ৬ মার্চ ২০২৫, বিকেল আনুমানিক ৪:৪৫ মিনিটে আজমিরীগঞ্জ থানার অন্তর্গত পশ্চিমভাগ কদমতারা এলাকায় ঘটনাটি ঘটে। হারুন মিয়া নামের একজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটছিলেন এবং সেটি পার করার সময় তৌফিক মিয়ার পুকুরপাড় ক্ষতিগ্রস্ত হয়। তৌফিক মিয়ার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানালে হারুন মিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
এই সময় তৌফিক মিয়ার চাচাতো ভাই মদরিছ মিয়া তালুকদার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে, তখনই আসামী কাঁচাব মিয়া রাগান্বিত হয়ে হাতে থাকা ফিকল (দেশীয় অস্ত্র) দিয়ে মদরিছ মিয়াকে আঘাত করেন। ফিকলটি মাথা ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

আত্মীয়-স্বজনরা দ্রুত মদরিছ মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৪-৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। তবে, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান জানিয়েছে,
জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”



Our Like Page