মো: আফলাক আহমেদ,আজমিরীগঞ্জ, হবিগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদরিছ মিয়া তালুকদার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ ৬ মার্চ ২০২৫, বিকেল আনুমানিক ৪:৪৫ মিনিটে আজমিরীগঞ্জ থানার অন্তর্গত পশ্চিমভাগ কদমতারা এলাকায় ঘটনাটি ঘটে। হারুন মিয়া নামের একজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটছিলেন এবং সেটি পার করার সময় তৌফিক মিয়ার পুকুরপাড় ক্ষতিগ্রস্ত হয়। তৌফিক মিয়ার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানালে হারুন মিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
এই সময় তৌফিক মিয়ার চাচাতো ভাই মদরিছ মিয়া তালুকদার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে, তখনই আসামী কাঁচাব মিয়া রাগান্বিত হয়ে হাতে থাকা ফিকল (দেশীয় অস্ত্র) দিয়ে মদরিছ মিয়াকে আঘাত করেন। ফিকলটি মাথা ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।
আত্মীয়-স্বজনরা দ্রুত মদরিছ মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৪-৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। তবে, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এ বি এম মাঈদুল হাছান জানিয়েছে,
জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”