শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
টাঙ্গাইলের নাগরপুরে ঘোড়ার গাড়ি শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত প্রতিবাদী র‍্যালীতে সরব উপস্থিতিতে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক টাঙ্গাইলের নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা’২৫ শুরু দেশব্যাপী শুরু হলো এসএসসি পরীক্ষা’২৫ আজমিরীগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে সংঘবদ্ধ হামলা: আহত ২, ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা ইসরাইলি পণ্য বর্জনে একাত্মতা: মানবতার পক্ষে দৃঢ় অবস্থান এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জননেতা মীর আবুল কালাম আজাদ রতন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ মাইনুল আলম খান কনক’র শুভেচ্ছা ও অভিনন্দন এসএসসি পরীক্ষা’২৫ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জননেতা মোঃ আতিকুর রহমান আতিক’র শুভেচ্ছা ও অভিনন্দন ডুমুরিয়ায় ‌হনুমানের অত্যাচারে ক্ষতিগ্রস্থ এলাকার আম ও সবজি চাষিরা 

অপু-সাকিব-বুবলী ইস্যু যেনো থামারই না

আয়শা সিদ্দিকা,
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

অপু বিশ্বাসকে ভালোবেসে গোপনে বিয়ে করেন কিং খান খ্যাত নায়ক সাকিব খান।গোপনে তাদের একটি পুত্রসন্তান ও হয়।পুত্রের স্বীকৃতি পেতে মিডিয়ার সামনে আসতে হয় অপু বিশ্বাস এর।ঘটনা তখন থেকেই শুরু। এরপর একইভাবে বুবলীকে বিয়ে করে এবং সন্তান জন্ম দিয়ে আবারো আলোচনায় আসেন সাকিব খান। যদিও এবার সাকিব মিডিয়াকে আর সুযোগ দেননি। তিনি নিজেই সন্তানের স্বীকৃতি দিয়েছিলেন নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে।

সম্প্রতি নায়িকা শবনম বুবলির জন্মদিনে সাকিবের হীরার নাকফুল উপহার দেওয়াকে কেন্দ্র করে আবারো মিডিয়াপাড়ায় ঝড় তুলেছেন এই তিন তারকা। বুবলিকে এক গণমাধ্যমকর্মী জিজ্ঞেস করেন জন্মদিনে সাকিব খান তাকে কি উপহার দিয়েছেন উত্তরে শবনম বুবলি জানান তিনি একদিন আগেই আমাকে উইশ করেছেন এবং একটি হীরার নাকফুল উপহার দিয়েছেন।এই কথার পর অপু বিশ্বাস তার আইডিতে বুবলিকে খোচা মেরে একটা পোস্ট করেন।শবনম বুবলিও অপুকে উদ্দেশ্য করে পাল্টা পোস্ট করেন।

কিন্তু সাকিব খান জানালেন পুরো উল্টো ঘটনা৷ তিনি এক গণমাধ্যমকর্মীকে জানান আমি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাইনি কোনো উপহার ও দেই নি।এই কথায় বিরক্ত হয়ে শবনম বুবলী বলেন অনেক হয়েছে আর না।বিয়ের শুরু থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে তার সবটাই সামনে আনার দরকার। তিনি বলেন আমি কখনো সাকিবকে অপমান করিনি কিন্তু তিনি বরাবরই আমাকে ছোটো করেন।সবকিছু নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করতে চান। তবে কবে করবেন তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি এ তারকা।



Our Like Page